| শুক্রবার, ০৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 116 বার
খাদ্য অধিকার বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুসারে খাদ্য অধিকার ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় পৌর আধুনিক সুপার মার্কেট চত্বরে “সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই” শীর্ষক মানববন্ধন, আলোচনা সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনায় অংশ নেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম, এ কে এম বাবুল হক, শিবচরণ বিশ্বাস, সুধন চন্দ্র বিশ্বাস, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, এস এম মোজাহিদুল ইসলাম, সোহাগ আহমেদ, এমরান প্রমুখ। সভায় আলোচকগণ উক্ত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন।