| মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | পড়া হয়েছে 157 বার
আগামীকাল বুধবার (২৭.০৬.২০১৮) সকাল সাড়ে ৯ টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন (টাউন হল) এ বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ‘শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং জাতির কর্ণধার’ এ প্রতিপাদ্যর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারটি শিশু দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব-২০১৮।
উক্ত সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম। সাংস্কৃতিক উৎসবে শিশুসহ সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আখতার।-প্রেস বিজ্ঞপ্তি