| শুক্রবার, ০৮ জুন ২০১৮ | পড়া হয়েছে 189 বার
আগামীকাল শনিবার (০৯.০৬.২০১৮) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল শহরের পূর্ব মেড্ডাস্থ ট্রাক মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
উক্ত সাধারণ সভা ও ইফতার মাহফিলে আমন্ত্রিতদের যথাসময়ে ও উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিম।