ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | পড়া হয়েছে 421 বার
হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে টানা ১১ দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত টানা ১১ দিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরে।
তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি যুগান্তরকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের ২৬ সেপ্টেম্বর থেকে মালামাল না নেয়ার সিদ্ধান্তে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পরদিন ৬ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ। ৭ অক্টোবর শনিবার থেকে যথারীতি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |