| শুক্রবার, ০৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 525 বার
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত সব রকম আমদানি-রফতানির কাজ বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ অক্টোবর শুধুমাত্র মাছ রফতানি করা হবে।
একটি সূত্রে জানা যায়, বন্ধের মধ্যেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে সব ধরনের পণ্য আনা-নেওয়া কার্যক্রম শুরু হবে।