আখাউড়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 255 বার
অবশেষে প্রায় দেড় যুগ পর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। গত ১২ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলার যুব মুক্তমঞ্চে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ স¤পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত কমিটিতে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল আহ্বায়ক, তাজুল ইসলাম ১ম যুগ্ম আহ্বায়ক ও আব্দুল মমিন বাবুল ২য় যুগ্ম আহ্বায়ক।
সদস্যরা হলেন যথাক্রমে : মুরাদ হোসেন, মনির খান, আরিফুল হক, আবু কাউছার ভূঁইয়া, হাফেজ সৈয়দ জাহাঙ্গীর, মোঃ জালালউদ্দিন, শাহ নেওয়াজ ভূঁইয়া, আবু হানিফা রানা, ওমর ফারুক, জাহিদ হাসান, শরীফুল ইসলাম খাদেম রোজভেল, ইকবাল হাসান, রফিকুল ইসলাম খান, আল-আমিন খান, সঞ্জিত শীল, মোঃ শফিকুল ইসলাম, রাজেস সাহা ও এড. মনির হোসেন চৌধুরী। এ আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে ইউনিয়ন কাউন্সিল সমাপ্ত করে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে।