আখাউড়া প্রতিনিধি | রবিবার, ২৯ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 145 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে আব্দুর রহিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯.০৪.২০১৮) সকাল ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রহিমের বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, সকালে দরুইন গ্রামে ধান কাটার কাজ করছিলেন রহিমসহ কয়েকজন কৃষক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন রহিম। পরে সঙ্গে থাকা কৃষকরা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।