বার্তা প্রেরক | বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ | পড়া হয়েছে 356 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আল-আমিন ভূঁইয়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গত বুধ্বার দুপুরে আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এদিকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আব্দুস ছাত্তার মিয়া নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বি এক প্রার্থী কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন। গত মঙ্গলবার বিকেলে আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া এক অভিযোগে তিনি এ শঙ্কার কথা প্রকাশ করেন।
বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী আল-আমিন ভূঁইয়া অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে হওয়া বিভিন্ন সভায় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। আতঙ্কে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে কাজ করতে পারছে না। ভোটের দিন প্রকাশ্যে সিল দিতে বলা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে গোলযোগ হতে পারে। বুধবার দুপুরে করা সংবাদ সম্মেলনে তিনি, আগামী ৭ মে ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার দাবি জানান।
এদিকে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুস ছাত্তার মিয়া অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কালু খাঁ আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছেন। ওই বিদ্যালয়ে ভোটগ্রহন হবে বিধায় কালু খাঁ নিজ দায়িত্ব পালনের সুযোগে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেন।