স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | পড়া হয়েছে 267 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হুন্ডির ৮ লাখ টাকা, ও ১টি মোবাইল ফোনসহ জরিনা বেগম-(৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা।
গত বুধবার বিকেলে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের কেন্দুয়াই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জরিনা বেগম আখাউড়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাছির মিয়ার স্ত্রী। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হুন্ডির বাংলাদেশী ৮ লাখ টাকাসহ জরিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।