আখাউড়া প্রতিনিধি : | বুধবার, ২৪ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 121 বার
আখাউড়ায় মৌসুমী আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারীকে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মৌসুমী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের আমিন মিয়ার স্ত্রী।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক মৌসুমী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত। থানায় মাদক আইনে মামলা দায়ের করে গতকাল ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।