ব্রাহ্মনবাড়িয়া : | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 854 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ হাজার ৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস করা হয়েছে। এ সময় পিরানহা মাছ বহন করার দায়ে পিকআপ ভ্যান চালক ফারুক মিয়াকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অর্থদন্ড পাওয়া ফারুক মিয়া কসবা পৌর এলাকার হারিজ মিয়ার ছেলে।
গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আখাউড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল এই দন্ডাদেশ প্রদান করেন। এর আগে গতকাল ভোরে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে পিরানহা মাছগুলো উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
এ ব্যাপারে উপজেলার গঙ্গাসাগর সীমান্ত ফাঁড়ির বিজিবি কমান্ডার হাবিলদার এ.বি.সিদ্দিকী জানান, ভোরে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে পিরানহা মাছগুলো জব্দ করে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এ সময় গাড়ি চালক ফারুক মিয়াকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।