প্রতিনিধি | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 736 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯০ বোতল ফেনসিডিল এবং ১০ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল এবং আখাউড়া উপজেলার ভাতশালা এলাকা থেকে ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। অভিযানকালে কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।