আখাউড়া প্রতিনিধি | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 78 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ২১ ডিসেম্বর ২০২০ বিবেলে পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। নিহতরা হলেন, ইলিয়াছ চৌধুরী -(৪৫) ও মোহন মিয়া-(৭০)।
নিহত ইলিয়াছ চৌধুরী উপজেলার নূরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে এবং মোহন মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে ইলিয়াছ চৌধুরী তার এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে বাইপাস এলাকা দিয়ে আখাউড়া যাওয়ার পথে একটি ব্যাটারীচালিত অটোরিক্সা মোটর সাইকেলকে ধাক্কা দিলে ইলিয়াছ ও তার বন্ধু রাস্তায় ছিটকে পড়ে। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে ইলিয়াছ চৌধুরী মারা যায়।
অপর দিকে বিকাল ৫ টার দিকে আখাউড়া পৌর শহরের রাধানগর মসজিদের সামনে মোহন মিয়াকে একটি অটোরিকসা চাপা দিলে তিনি আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে মোহন মিয়া তাবলিগ জামাতের সাথে আখাউড়ায় এসেছিলেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী বলেন, অটোরিকসা একটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।