আখাউড়া প্রতিনিধি : | শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 160 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ০৯ নভেম্বর শুক্রবার প্রাথমিক শিক্ষা সমাপণি পরীক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরি চ্যারিটি ট্রাস্ট স্কুল উপজেলার ধলেশ্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পাঠাগারের সভাপতি আকছির এম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।
বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার এলিন ইমন সাহা, অ্যাডভাকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট পারভীন সুলতানা, অ্যাডভোকেট গাজী পারভেজ হাসান, ব্যারিস্টার মারুফ ইসলাম চৌধুরী, ব্যারিস্টার মিফরা জহির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমীর চৌধুরি, শিরিন আক্তার, কাজী উজ্জল ইসলাম, জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবর্তনের মূল চালিকা শক্তি হতে হবে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। কোনো জাতির উন্নতি নির্ভর করে শিক্ষার উপর। সুশিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।