আখাউড়া(ব্রাক্ষণবাড়িয়া) | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 707 বার
আখাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলররা দায়িত্ববার গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠিকতার মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে দ্বিতীয়বার নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন তরফদার, রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মো. আবুল কাশেম ভূইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পেয়ারা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমান্ডার মুক্তিযোদ্ধা মো.আবু ছাইদ মিয়া , পৌর কাউন্সিলর মো. তাজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম শিশু, কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, মো. মানিক মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলি আক্তার, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, ব্যবসায়ী আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভূইয়া প্রমূখ।