আখাউড়া প্রতিনিধি : | বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 193 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইয়াবাসহ জাকির হোসেন (৩৪)নামে এক শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ ১৪ নভেম্বর বুধবার সকালে আখাউড়া মনিয়ন্ধ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির আখাউড়া পৌর শহরের দেবগ্রামের মরতুজ আলীর পুত্র।
জানা গেছে আখাউড়া মনিয়ন্ধ এলাকার বিজিবি সদস্যরা ১৩ নভেম্বর মনিয়ন্ধ সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে জাকির মিয়াকে আটক করে। এ সময় তার নিকট থেকে প্রায় ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত জাকিরকে আখাউড়া থানায় সোপর্দ করে বিজিবি। জাকিরের বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক মাদকের এবং রেলওয়ে থানায় ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে আখাউড়া থানা ওসি (তদন্ত) আরিফুল আমীন।