আখাউড়া প্রতিনিধি : | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 99 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা স্মৃতিসৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান পুষ্পার্ঘ অর্পন করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, আখাউড়া পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে উপজেলার দরুইন গ্রামে সমাহিত বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি এবং টানমান্দাইলে ৭১ এর গণকবরে পুস্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করা হয়।
সকালে ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।