আখাউড়া প্রতিনিধি : | সোমবার, ১৯ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 132 বার
জেলার আখাউড়ায় গতকাল সকালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পৌরশহরের নবাব চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ভোরের ডাক পত্রিকার আখাউড়া প্রতিনিধি ও আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।
বক্তারা ২৭বছর পূর্তিতে ভোরের ডাক পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটি ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিন, আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস, রেলওয়ে নিরাপত্তা ইন্সপেক্টর সিরাজুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব ভূঁইয়া, পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম, মানিক মিয়া, বাহাদুর খান, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, দৈনিক মানবজমিনের আখাউড়া প্রতিনিধি শাহাদাত হোসেন লিটন, সমকাল প্রতিনিধি নাসির উদ্দিন, যুগান্তর প্রতিনিধি মহিউদ্দিন মিশু, আমাদেরসময় প্রতিনিধি তাজবীর আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ্, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |