| বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 488 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিশ লাইনের তারে কাপড় শুকানোকে কেন্দ্র করে ছোট ভাই নবীন মিয়ার মাছ ধরার যন্ত্র চলের আঘাতে বড় ভাই ইদ্রিস মিয়া-(৬০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে। নিহত ইদ্রিস মিয়া চানপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। ঘাতক নবীন মিয়া ধরখার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ডিশ লাইনের তারে কাপড় শুকানোকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে নবীন মিয়ার সাথে তার ভাই ইদ্রিস মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নবীন মিয়া ঘরে থাকা মাছ ধরার চল দিয়ে ইদ্রিস মিয়ার বুকে আঘাত করলে তিনি আহত হন। আশংকাজনক অবস্থায় ইদ্রিস মিয়াকে জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নবীন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছি।