ব্রাহ্মনবাড়িয়া : | সোমবার, ১৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 462 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর নামক স্থানে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দু’জনকের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিজিবির একটি পিকআপ ভ্যান আখাউড়া চেকপোস্ট সংলগ্ন কোম্পানি সদর থেকে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর এলাকায় একটি যাত্রীবাহি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৭ যাত্রী আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়। বাকিদেরকে প্রাথামিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ শাহ্ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরণের সহায়তা দেবে বিজিবি।