প্রেস বিজ্ঞপ্তি : | শুক্রবার, ১২ মে ২০১৭ | পড়া হয়েছে 396 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা মাতার অভিযোগের প্রেক্ষিতে এক বখাটেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদা-দেশ প্রদান করেন।
কারাদণ্ড-দেশ প্রাপ্ত ব্যাক্তি হলেন- উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কৃষক বজলুর রহমান এবং ঝরনা বেগম দম্পতির সন্তান সহিদুল ইসলাম (২২)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সহিদুল ইসলাম মাদকাসক্ত হয়ে প্রায় ঘরে ভাংচুর করে। তার অত্যচারে অতিষ্ট হয়ে তার পিতা মাতা থানায় অভিযোগ করলে আজ সকালে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অপরাধ স্বীকার করায় আদালত তাৎক্ষনিকভাবে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড-দেশ প্রদান করেন।