আশুগঞ্জ প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 428 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত ০৪ এপ্রিল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার টনকি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জানা যায়, মোগড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহাদত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল টনকি এলাকায় সন্দেহভাজন এক যুবককের দেহ তল্লাশী করতে চাইলে ওই যুবক ৫টি পলিপ্যাক ফেলে দ্রুত পালিয়ে যায়। পলিপ্যাকে ১ হাজার পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়।