আখাউড়া প্রতিনিধি : | শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 199 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর এলাকার নারায়ণপুরের এক প্রবাসীর বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডাকাতরা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রবাসী মো. শাহাদাতের মা তাহমিনা বেগম জানান, রাত তিনটার দিকে ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতদল এক শিশুকে জিম্মি করে নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়।
এ সময় পরিবারের কয়েকজনকে মারধরও করা হয়। ওয়ার্ড কাউন্সিলর মো. মন্তাজ মিয়া জানান, খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা। ধারণা করা হচ্ছে, ঘরে প্রবেশের পথ সেভাবে লাগানো ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।