আখাউড়া প্রতিনিধি : | সোমবার, ২৬ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 100 বার
আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদারসহ উপজেলার সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রায় ১ লাখ
মানুষকে নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় গণহত্যা নিয়ে আলোচনায় হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কুমার বিশ্বাস, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুয়েল রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলীম রানা, বীমা পরিষদ নেতা আব্দুল আজিজ, নেছারুল ইসলাম প্রমুখ।