আখাউড়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | পড়া হয়েছে 197 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তন্নী আক্তার-(২২) নামে এক কিশোরী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলখার গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তন্নী আক্তার গোলখার গ্রামের মোঃ মোকাদ্দেস মিয়ার মেয়ে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার ভৌমিক জানান, ওই কিশোরীর ভাই বিল্লাল হোসেন কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসেবে কর্মরত। কিছুদিন আগে নমুনা পরীক্ষা করা হলে বিল্লালের স্ত্রী ও মেয়ের করোনা পজেটিভ আসে। বিল্লালের রিপোর্ট এখনো আসেনি। তিনি বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তন্নীর নমুনা সংগ্রহ করা হয়েছে।