প্রতিনিধি | বুধবার, ২০ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 312 বার
আখাউড়ায় উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী আনুয়ারা আনু বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ওই ওয়ার্ডে তিনি একক প্রার্থী হওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। আগামী ৭ মে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: বদর উদ দোজা বলেন, উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে আনুয়ারা আনু একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।