প্রতিনিধি | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 747 বার
আখাউড়ায় একজন মদ বিক্রেতা এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে ফারুক মিয়া (৪০)কে বিনাশ্রম এক বছরের কারাদন্ড দেন। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব। জানাগেছে, গাজীপুরের কালিগঞ্জের বেরুয়ার ফারুক মিয়াকে ২ লিটার মদসহ আটক করে রেলওয়ে থানা পুলিশ। পরে পুলিশ ফারুক মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ওই রায় প্রদান করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব বলেন, ফারুক মিয়া একজন মাদক বিক্রেতা। তার কাছে ২ লিটার মদ পাওয়া গেছে। তাকে বিনাশ্রম এক বছরের কারাদন্ড হয়েছে।