| রবিবার, ১৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 668 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজারের সপ্তাহব্যাপী ওরশ গত বুধবার ১০ আগস্ট থেকে শুরু হয়েছে।আগামী ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তবে ১৬ আগস্ট পর্যন্ত ওরশ চলবে বলে জানিয়েছেন মাজার সংশ্লিষ্টরা। এবার ওরশে প্রতিদিন লাখো মানুষের সমাগম হচ্ছে বলে জানান,মাজার পরিচালনা কমিটির সসদ্য কাজী হান্নান খাদেম বলে, ওরশ উপলক্ষে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে পুরো মাজার এলাকা পর্যবেক্ষণ করে। এছাড়া চারটি বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
মাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাস জানান, পাঁচ শতাধিক পুলিশ সদস্য ওরশ চলাকালে মাজার এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।