আখাউড়া প্রতিনিধি | শনিবার, ২৭ জুন ২০২০ | পড়া হয়েছে 205 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এর আগে ইউএনও অফিসের একজন কর্মচারীর ও নমুনার ফলাফল পজেটিভ আসে।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের একটি সূত্র জানায়, গত শুক্রবার সকালে ইউএনও নমুনা দিতে আসেন। জরুরী ভিত্তিতে তাঁর নমুনার পরীক্ষা করা হয়। রাত পৌনে নয়টার দিকে তার ফলাফল পজেটিভ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের বলেন, আমার নমুনার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি আমার সরকারি বাসভবনে আইসোলেশনে আছি।