নবীনগর প্রতিনিধি : | রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 148 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আওয়ামীলীগ নেত্রী স্বপ্না আক্তার হত্যাকান্ডে জড়িত অন্যতম সন্দেহভাজন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে আনোয়ারকে আটক করার পর শুক্রবার সকালে আনোয়ারকে নবীনগর থানায় নিয়ে আসা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ও মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সুখেন্দ্র বসু আটকের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, নবীনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে গুলি করে হত্যা করা হয় ২২ নভেম্বর রাতে। ঘটনার রাতে ৯ টার দিকে সাতমোড়া ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন থেকে ফিরে জিনদপুর বাসষ্ট্যান্ড নেমে বাঙ্গরা বাজারে যাওয়ার পথে দৃর্বৃত্তরা খুন করে তাকে। ওই রাতেই স্বপ্না আক্তারের ছোট ভাই আমীর হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।