| শনিবার, ৩০ জুন ২০১৮ | পড়া হয়েছে 110 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বার এর বিশিষ্ট আইনজীবী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজল চন্দ্র দেব (৬৫) গতকাল ()২৯.০৬.২০১৮ সকাল সাড়ে ৯টায় শহরের ফুলবাড়িয়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমণ করেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছতু)। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মেড্ডাস্থ মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
কাজল চন্দ্র দেবের পৈত্রিক নিবাস তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাড. কাজল চন্দ্র দেব এর পরলোকগমণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।