ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 729 বার
ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষে রোববার (২৭ ডিসেম্বর) রাত থেকেই টহল শুরু করেছে বিজিবি।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।