ষ্টাফ রিপোর্টার | বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 874 বার
ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া পৌরসভায় মোট ভোটকেন্দ্র ১১টি। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৫০ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।
পৌরসভা নির্বাচনে অাওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা কাজল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১৪ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মন্তাজ মিয়া পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট। তিনি বেলা পৌনে ১২ টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।আজ ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এরআগে আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।