স্পোর্টস ডেস্ক : | শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 153 বার
বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন নাঈম হাসান। কিন্তু একাদশে সুযোগ পাননি আর। অবশেষে বছরের শেষ দিকটায় এসে আবার ডাক পেলেন জাতীয় দলে।
এই স্পিনারকে এবার আর হতাশ হতে হলো না ১৭ বছর বয়সী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা পেলেন তিনি। আর অভিষেক টেস্টেই নেমেই গড়লেন বিশ্বরেকর্ড।
আজ ২৩ নভেম্বর শুক্রবার ক্যারিবীয়দের ৫ উইকেট নিয়েছেন নাঈম। রোস্তন চেজকে দিয়ে শুরু। তারপর একে একে শিকার করলেন সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেমার রোচ ও জোমেল ওয়ারিকানের উইকেট। এর মধ্যে দিয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। নাঈমের বয়স ১৭ বছর ১১ মাস ২০ দিন।
এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের। ২০১০ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন কামিন্স। সেসময় তার বয়স ছিল ১৮ বছর ৬ মাস ৯ দিন।