প্রতিনিধি: | রবিবার, ১৭ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 220 বার
নবীনগর থানার চরলাপাং মৌজায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের অপরাধে আজ শনিবার দুপুরে নবীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফায়েজ উদ্দিন (২৮) , আব্দুর রাজ্জাক (২৮) , বাবুল মিয়া (৪৪),আলী আকবর (২১) ৪ জন কে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন/২০১০ এর ১৫(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করিয়া নবীনগর সহকারী কমিশনার (ভূমি)ওয়ালীউল হাসান উল্লেখিত আসামীদেরকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।