স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 435 বার
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার ২৩ নভেম্বর দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিনগর গ্রামে এ অভিযান চালানো হয়।
এ সময় তিনজন অবৈধ গ্রাহককে চার হাজার টাকা করে জরিমানা করা হয় বলেও জানান তিনি।