| শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 340 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌর এলাকার দশদোনা গ্রামের নিমতলী বাজারে অগ্নিকাণ্ডে ১টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টায় উপজেলার দশদোনা গ্রামের বাজারে।
মুদির দোকানে অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকা ক্ষয়-ক্ষতির হয়েছে বলে এলাকাবাসী জানান। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তার সঠিক কারণ কেউ বলতে পারেনি। এলাকাবাসি ধারণা বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডে সূত্র।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের বাজারে আনুমানিক রাত ২ টায় আগুন লাগে। খবর পেয়ে আমি ফায়ার সার্ভিসকে ফোন করি। তার পরে তারা এসে তা নিয়ন্ত্রণ করেন। এতে ১ টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।